বিনামূল্যে কাটা ঠোঁট ও তালু অপারেশন ক্যাম্প চালু
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে কাটা ঠোঁট ও তালু অপারেশন ক্যাম্প । আজ শনিবার সকালে সেন্টার ফর ডিজ এ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট সিডিডির উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। শিশু থেকে ৪০ বছর বয়সী মানুষের অপারেশন কার্যক্রম শুরু করা হয়। প্রথমদিন বাছাই শেষে ৪০ জন রোগীর তালিকা করে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে। আজ শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী সোমবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শজিমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম...
Posted Under : Health News
Viewed#: 17
See details.

